Posts

Showing posts from February, 2023

স্কার্ভি

Image
স্কার্ভি  এমন একটি রোগ যা খাবারে ভিটামিন সি এর অভাবের কারণে বিকাশ লাভ করে। কোলাজেন তৈরির জন্য প্রয়োজনীয় ভিটামিন সি (যা অ্যাসকরবিক অ্যাসিডও বলে) শরীরের জন্যও অত্যাবশ্যক। কোলাজেন হল এক ধরণের প্রোটিন যা বিভিন্ন ধরণের কলা বা টিস্যুতে, যেমন ত্বক, রক্তনালী, হাড় এবং কার্টিলেজে (যা অস্থিগ্রন্থির পৃষ্ঠকে আচ্ছাদন করে থাকে) পাওয়া যায়। ভিটামিন সি ছাড়া কোলাজেন প্রতিস্থাপন করা যায় না এবং বিভিন্ন ধরণের টিস্যু ভেঙে যায়। 🍊( ভিটামিন সি-এর দৈনিক চাহিদা পূর্ণবয়স্কদের ৪০ মিলিগ্রাম এবং স্তন্যদানকারীর ৮০ মিলিগ্রাম) 🔥🔥#কারণঃ খাবারে ভিটামিন সি এর অভাবজনিত কারণে স্কার্ভি রোগ হয়। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে, যেমন- •💊অ্যালকোহল বা ড্রাগের উপর নির্ভরতা। •😒তীব্র বিষাদ বা স্কিৎজোফ্রেনিয়ার মত জটিল মানসিক অবস্থা। •⛔কেমোথেরাপির মত চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া ফলে খিদে কমে যাওয়া। •⛔ক্রোহনের রোগ বা আলসারেটিভ কোলাইটিসের ফলে এমন পরিস্থিতি তৈরি হয় যা খাদ্য হজমের ক্ষমতাকে প্রভাবিত করে, সেই কারণে পাকযন্ত্রের অভ্যন্তরে প্রদাহ সৃষ্টি হয়। 🔍🔍#উপসর্গের মাধ্যমে স্কার্ভি রোগ নির্ণয় করা যায়: ✍এ রোগে শিশুদের দেখতে ফ্যা...